ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অশনি’র প্রভাবে বরিশালে বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ১১, ২০২২
অশনি’র প্রভাবে বরিশালে বৃষ্টি

বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বাতাসের গতিবেগ বেড়েছে।

আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে রাস্তাঘাট ফাঁকা হলেও শ্রমজীবী মানুষের আনাগোনা রয়েছে।

বুধবার (১১ মে) বেলা ১১ টার দিকে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয় । তবে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেল পৌনে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।  

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে । এতে সমুদ্রবন্দরসমূহে ২ নম্বর হুঁশিয়ারী সংকেত থাকলেও স্থানীয় নদীবন্দরসমূহে ১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়:১৫১৩ ঘণ্টা, মে ১১, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।