ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইকের ধাক্কায় চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ১১, ২০২২
বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইকের ধাক্কায় চালকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১১ মে) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার খলসি এলাকায় মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব উপজেলার রাজাবিরাট এলাকার মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে সিহাব বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সিহাব।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মে ১১, ২০২২
এফআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।