ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট

ফেরি স্বল্পতা: চরম দুর্ভোগ যাত্রী-চালকদের

ইমতিয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ৭, ২০২২
ফেরি স্বল্পতা: চরম দুর্ভোগ যাত্রী-চালকদের

মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় পদ্মা পার হতে আসা যানবাহন ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। একটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে পুনরায় ফেরিটি বাংলাবাজার ঘাটে এসে যানবাহন নিতে প্রায় দুই ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয় যাত্রীদের।

এদিকে যানবাহনের চালকদের মতে ফেরি কম থাকায় ঘাটে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে থাকতে হয়। বাংলাবাজার ঘাট থেকে সবগুলো ফেরি ছেড়ে গেলে দীর্ঘ সময় লাগে ফেরি আসতে। সব মিলিয়ে নৌরুটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালক-হেল্পারদের।

এদিকে শনিবার (৭ মে) বিকেল তিনটার দিকে এ রুটে একটি ফ্ল্যাট ফেরি যুক্ত করা হয়েছে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে। এর আগে নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করতো। যানবাহনের চাপ বেশি থাকায় নতুন আরেকটি ফেরি যুক্ত করা হয়েছে।

সরেজমিনে শনিবার বাংলাবাজার ঘাটে অবস্থান করে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে হাজার হাজার মানুষ রাজধানীতে যাচ্ছেন। ঘাটের সব নৌযানে যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিকে ফেরিতে ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সিরিয়াল এবং কয়েক হাজার মোটরসাইকেল পদ্মা পার হবার অপেক্ষায় ঘাটে রয়েছে।

লাশবাহী গাড়ি চালক মো.সাইফুল ইসলাম বলেন, 'শুক্রবার রাত ২টায় ঘাটে এসে সিরিয়ালে রয়েছি। দুপুর সাড়ে ১২টা বেজে গেছে। এখনো ফেরিতে উঠতে পারিনি। ফেরি কম থাকায় এই দুর্ভোগ তৈরি হয়েছে। '

মাহবুব হোসেন নামে এক প্রাইভেটকার আরোহী বলেন, 'মধ্যরাত থেকে ঘাটে আটকে আছি। দুপুর পর্যন্ত ফেরির পন্টুনের কাছাকাছি আসতে পেরেছি। ঘাটে ফেরি নেই। '

আরেক যাত্রী মো. হাসান বলেন, 'গাড়ি নিয়ে ঘাটের সিরিয়ালে ১০ ঘণ্টা আটকে আছি। আগে এই নৌরুটেই ১৫/১৬ টি ফেরি চলতো। ৪/৫ টি বড় ফেরি ছিল। এখন চলে মাত্র ৬টি ফেরি। মানুষের দুর্ভোগ নিয়ে কর্তৃপক্ষের ভাবনা নাই। প্রচণ্ড গরমে নারী ও শিশুদের অবস্থা শোচনীয়। '

এদিকে বাংলাবাজার ৪ নং ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, মোটরসাইকেলের মেলা। কয়েক হাজার মোটরসাইকেল পদ্মা পার হওয়ার জন্য সেখানে অপেক্ষা করছে। কুঞ্জলতা নামের একটি ফেরি দিয়ে চার নং ঘাটে শুধু মোটরবাইক পার করা হচ্ছে। ঘাটে তিন থেকে চারঘণ্টা ধরে অসংখ্য মোটরবাইক চালক অপেক্ষা করছেন।

তারা জানান, 'প্রচণ্ড গরমে ভীষণ কষ্ট হচ্ছে। কড়া রোদ, নেই বাতাস। ফেরি ছেড়ে গেলে অনেকক্ষণ পরে ঘাটে আসে। এ কারণেই ঘাটে গাড়ির জট লেগে আছে। '

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান,'এ নৌরুটে মোট ৬টি ফেরি চলছে। মাঝিরকান্দি দিয়ে চলছে আরও ৪টি ফেরি। রোববার থেকে অফিস খোলা থাকায় শনিবার ভিড় বেড়েছে ঘাটে। '

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ৭, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।