ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে গাঁজা গাছসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ৬, ২০২২
ঝালকাঠিতে গাঁজা গাছসহ দম্পতি আটক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ১১টি গাঁজার গাছ ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের বাসিন্দা হানিফ মোল্লা (৪৮) ও তার স্ত্রী রিক্তা বেগম (৪০)।

নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হানিফ মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদ থেকে গাঁজা গাছগুলো তুলে ফেলছিলেন তারা। এ সময় ছোট ছোট গাছগুলো নষ্ট করে দেওয়া হলেও বড় ১১টি গাছ আমরা উদ্ধার করি।

তিনি আরও বলেন, হানিফের স্ত্রী বাসার ভেতর থেকে ২শ’ গ্রাম গাঁজা সরিয়ে ফেলার সময় আমাদের হাতে আটক হন।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরের অভিযান চালিয়ে বাসার ছাদ থেকে ১১টি গাঁজার গাছ ও ২০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।