ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ৪, ২০২২
পঞ্চগড়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

পঞ্চগড়: পঞ্চগড়ের ঈদের আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির ইসলাম (১৮), নতুন ইসলাম (১৮) নামে তিন আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৪ মে) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদার পাড়া এলাকার ভিতরগড় পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন, তারেক বিল্লালের ছেলে শিশির ও একই এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক। তারা তিনজনেই ছাত্র।  

পুলিশ জানায়, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল মডেলহাট বাজার থেকে ভিতরগড় মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা রাস্তার ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. রুকসানা বাংলানিউজকে বলেন, তিন যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।