ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাকের পার্টির উদ্যোগে সারাদেশে ২৭৫ ঈদ জামাত অনুষ্ঠিত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মে ৩, ২০২২
জাকের পার্টির উদ্যোগে সারাদেশে ২৭৫ ঈদ জামাত অনুষ্ঠিত 

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরে জাকের পার্টির উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারাদেশে উপজেলা পর্যায়ে ২৭৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩ মে) জাকের পার্টির চেয়ারম্যানের  প্রেস সেক্রেটারি শামীম হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র.) ছাহেবের স্মৃতিধন্য বনানী দরবার শরীফের সঙ্গে সারাদেশে একযোগে সকাল সাড়ে ১০টায় সব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতের খুতবাপূর্ব আলোচনায় ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শের বিকাশ ও সংরক্ষণ এবং বহু সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব সমন্বয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার অপরিহার্যতা তুলে ধরা হয়।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বনানী দরবার শরীফে নামাজ আদায় করেন।

নামাজ শেষে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র.) ছাহেবের পবিত্র রওযা শরীফ জিয়ারত করা হয়।

এর আগে ২৭৫টি জামাতে নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

জামাত শেষে ঐতিহ্য অনুযায়ী ২৭৫টি স্থানেই মুমিন মুসলমান সব মুসল্লিদের আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ০৩, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।