ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

জনগণের তথ্যের অধিকার সমর্থন করছি: মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ৩, ২০২২
জনগণের তথ্যের অধিকার সমর্থন করছি: মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা জনগণের তথ্যের অধিকার সমর্থন করছি। সেসব সাহসী সাংবাদিকদের অবদান স্বীকার করছি, যারা সত্য উদঘাটন করেন ও আমাদের জবাবদিহি রাখেন।

 

মঙ্গলবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ দিবস উপলক্ষে এক বার্তা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ০৩, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।