ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নসিমন উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, মে ২, ২০২২
বাগেরহাটে নসিমন উল্টে চালক নিহত

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় নসিমন উল্টে চালক মো. রফিকুল শাহ (২৮) নিহত হয়েছেন।

সোমবার (২ মে) দুপুরে শরণখোলা উপজেলার রাজাপুর বাজার পাকার মাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় মো. লাভলু গাজী ও মামুন শরীফ নামের দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।

নিহত রফিকুল উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের মো. নুরু শাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, রফিকুল নসিমন চালিয়ে রাজাপুর বাজারের পাকার মাথা নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ উল্টে যায়। তাদের দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ০২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।