ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, মে ২, ২০২২
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জেরে মো. রুবেল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ৪ জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, পরে ঘটনাস্থলে রুবেল নিহত হয় এবং বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মা মনোয়ারা বেগম জানান, প্রতিবেশী ভাড়াটিয়া মোবারক নামের এক ছেলেকে কয়েকজন মিলে মারধর করে বাড়িঘর ভাঙচুর করছিল। এ সময় রুবেল তাকে কেন মারতেছেন জিজ্ঞেস করাতেই তারা আমার ছেলেসহ ৪ জনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।