ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, মে ২, ২০২২
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি টিনসেড ঘরের ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (০২ মে) বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় মোরাদ নামের এক ব্যক্তির ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিউজ্জামান বাংলানিউজকে জানান, বাইপাইলে একটি টিনশেডে আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আসে। পরে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, টিনসেড ঘরটি একটি ঝুটের গোডাউন ছিল তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ০২, ২০২২
এসএফ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।