ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রংপুরে নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, মে ১৬, ২০২৫
রংপুরে নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী

রংপুরের পীরগাছায় নিজ ঘরে সিঁড়ি লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী নিল্লু (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত হোসেন আলী নিল্লু উপজেলার রহমত চর কানীপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমত চর কানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন আলী নিল্লু তার বসতবাড়ির নিজ ঘরে  সিমেন্টের সিঁড়ি লাগানোর কাজ করছিলেন। এ সময় পা পিছলে বৈদ্যুতিক তার স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।