ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মে ১, ২০২২
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছেই। এ রুটের ঢাকা-উত্তরবঙ্গ লেনে দীর্ঘ লাইনে ধীরগতিতে চলছে গাড়িগুলো।

রোববার (১ মে) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ী, কড্ডার মোড়, কামারখন্দের ঝাঐল ওভার ব্রিজ ও নলকা মোড় এলাকায় গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি রয়েছে। তবে বড় ধরণের কোনো যানজট নেই।

বঙ্গবন্ধু সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, সকাল থেকে মহাসড়কের ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির প্রচুর চাপ রয়েছে। মাঝে মাঝে কিছুটা ধীরগতি থাকলেও কোথাও কোনো যানজট নেই।  

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের পরিদর্শক লুৎফর রহমান জানান, সব রুটেই গাড়ির চাপ রয়েছে। তবে কোথাও গাড়ি থেমে নেই। ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ০১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।