ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিলেটে মুহিতের জানাজা হবে আলিয়া মাঠে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
সিলেটে মুহিতের জানাজা হবে আলিয়া মাঠে

সিলেট: সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিতের নামাজে জানাজা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

তিনি বলেন, আজ সন্ধ্যায় সড়ক পথে সিলেটের হাফিজ কমপ্লেক্স আবুল মাল আবদুল মুহিতের মরদেহ আনা হবে।

রোববার দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দাফন হবে নগরের রায়নগর পারিবারিক কবরস্থানে। তাঁর ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সা‌বেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।