ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা থেকে বিদায় নিলেন এস জয়শঙ্কর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
ঢাকা থেকে বিদায় নিলেন এস জয়শঙ্কর

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্কর সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বিদায় জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বিদায়ের সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় এসেছিলেন ড. এস জয়শঙ্কর।

শুক্রবার সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্য রওয়ানা দেন তিনি। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। আনুষ্ঠানিক ভাবে সফরের আমন্ত্রণ জানাতেই ঢাকায় এসেছিলেন এস জয়শঙ্কর।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী। সে সময় কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ার বেইজে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।