ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইনগত সহায়তা দিবসে মাগুরায় স্বেচ্ছায় ২০ ব্যাগ দান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
আইনগত সহায়তা দিবসে মাগুরায় স্বেচ্ছায় ২০ ব্যাগ দান

মাগুরা: মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে স্বেচ্ছায় ২০ ব্যাগ রক্ত দিয়েছেন সাধারণ মানুষ। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটি কেন্দ্র করে মাগুরায় জেলা জজ আদালত চত্বরে বসেছে ল ক্লিনিক, আইন সহায়তা ডেক্স, রক্ত দান ক্যাম্প।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে মাগুরা জজ আদালত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহেরর চৌরাঙ্গী দিয়ে ভায়না মোড় হয়ে আবার জজ আদালত ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় উপিস্থিত ছিলেন- মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা দায়রা জজ মো. কামরুল হাসান, জেলা সিভিল সার্জন মো. শহিদুল্লাহ দেওয়ান, মাগুরা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম আহমেদ খান প্রমুখ।

দিসবটি উপলক্ষে জেলা দায়রা জজ আদালতের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আইনজীবীরা অংশ নেয়। দিসবটি তাৎপর্যের ওপর বিকেল সাড়ে ৪টা আলোচনা সভা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।