ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দারুস সালাম থানার দখলে গোলার টেক মাঠ!

মিরাজ মাহবুব ইফতি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
দারুস সালাম থানার দখলে গোলার টেক মাঠ! দারুস সালাম থানার জব্দ করা গাড়ি ছড়িয়ে ছিটিয়ে রাকা হয়েছে গোলার টেক মাঠজুড়ে

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড ঈদগাহ ও খেলার মাঠ দীর্ঘদিন দখলে রেখে জব্দ করা যানবাহনের গ্যারেজ বানিয়ে ফেলেছে দারুস সালাম থানা।  মাঠটি উদ্ধারের দাবিতে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও তা দখলমুক্ত হয়নি।

স্থানীয়ভাবে মাঠটি গোলার টেক মাঠ নামে পরিচিত। এর আয়তন প্রায় ৪ একর। ডিএনসিসি এলাকায় এটিই সবচেয়ে বড় খেলার মাঠ বলে জানা গেছে।



সরজমিনে মাঠটির দক্ষিণ পশ্চিম পাশের গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০-৬০টি পরিত্যক্ত যানবাহন পড়ে আছে। এর মধ্যে রয়েছে—বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান। এসব যানবাহন মাঠে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। অনেক দিন পড়ে থাকায় বেশির ভাগ যানবাহনের গায়ে মরিচা পড়ে গেছে। ক্ষয় হয়ে কয়েকটি যানবাহনের একাংশ মাটিতে দেবে গেছে। কিছু যানবাহন লতাগুল্মে ঢাকা পড়েছে। মাঠের উত্তর পাশের সীমানা প্রাচীর ভাঙা। পরিচর্যার অভাবে মাঠটি খানাখন্দে ভরা।

স্থানীয় বাসিন্দা মেহরাব বলেন, এটা সিটি করপোরেশনের মাঠ। অথচ কোনো পরিচর্যা নেই। মাদকসেবীরা নিয়মিত আড্ডা দেয় এখানে। ১০-১২ বছর ধরে থানার জব্দ করা গাড়ি মাঠে পড়ে আছে। কর্তৃপক্ষ নির্বিকার। গাড়ির কারণে খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠে ধীরে ধীরে পরিত্যক্ত যানবাহনের সংখ্যা বাড়ছে। এক সময় পুরো মাঠ থানার গাড়িতে ভরে যাবে! তখন খেলার জায়গা থাকবে না। এলাকাবাসী মাঠটি দখলমুক্ত করতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কিছু দিন আগেও মানবন্ধন হয়েছে। মেয়র সাহেবও মাঠ খালি করার কথা বলেছেন। এত কিছুর পরও দারুস সালাম থানা মাঠের দখল ছাড়েনি।



দারুস সালাম থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াস বলেন, মাঠটি দখলমুক্ত করতে ঈদের পর পরই আমরা বৃহত্তর কর্মসূচি দেব।

৯ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম বলেন, কিছুদিন আগে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মাঠটি পরিদর্শনে এসেছিলেন। তিনি মাঠে দাঁড়িয়ে থেকে পুলিশের মিরপুর বিভাগের ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের খালি করার নির্দেশনা দেন। এরপরও কাজ হয়নি। আমরা মাঠটি দখলমুক্ত দেখতে চাই।



দারুস সালাম থানার সম্পত্তি রেজিস্ট্রারের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ বলেন, মামলার আলামত হিসেবে মাঠে এসব গাড়ি  রাখা হয়েছে। মাঠের ২-৩ জায়গায় গাড়িগুলো রয়েছে। মাঠে কতগুলো গাড়ি আছে, তা হিসেব না করে বলা যাবে না। অবশ্য যানবাহন এখন একটু বেশি রাখা হয়েছে। গাড়ি বেশি হয়ে গেলে মাঝে মাঝে রেকার দিয়ে মাঠের একপাশে সরিয়ে নেওয়া হয়।

গোলার টেক মাঠ থেকে গাড়ি সরিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, মাঠ থেকে গাড়ি সরানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন। আমি এ ব্যাপারে কিছু জানি না।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।