ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট জেলা প্রশাসক হলেন জয়নাল আবেদীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
সিলেট জেলা প্রশাসক হলেন জয়নাল আবেদীন

সিলেট: সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা মো. জয়নাল আবেদীন।

বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. তানভীর আজম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কোম্পানীগঞ্জের পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মো. আব্দুল বাছিরের ছেলে জয়নাল আবেদীন সিলেট জেলা পরিষদের ৬ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন।

জেলা পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমানের মৃত্যুর পর গত বছরের ১৬ সেপ্টেম্বর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্বও পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এনইউ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।