ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জলবায়ু পরিবর্তনের অভিঘাত স্বচোখে দেখলেন রাজকুমারী ম্যারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
জলবায়ু পরিবর্তনের অভিঘাত স্বচোখে দেখলেন রাজকুমারী ম্যারি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপকূলের জলবায়ু পরিবর্তনের অভিঘাত স্বচোখে অবলোকন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

এ সময় তিনি শ্যামনগর উপজেলার কুলতলী গ্রামের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা, স্থানীয় সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করেন এবং স্থানীয় নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি বাঁধের পাশে বসবাসকারী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত উপলব্ধি করার চেষ্টা করেন।

দুপুরে তিনি স্থানীয় বরসা রিসোর্টে মধ্যাহ্ন ভোজ শেষে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভ্রমণ করেন এবং বনবিভাগের দায়িত্বে নিয়োজিতদের সঙ্গে কথা বলেন।

এর আগে, বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১২ মিনিটে রাজকুমারী ম্যারি বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে একদিনের সফরে মুন্সীগঞ্জে পৌঁছান।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী ভ্রমণ শেষে তিনি রাজধানী ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে শ্যামনগর ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।