ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
বোয়ালমারীতে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু 

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাকলী সাহা (৩৮) নামে এক অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৭ এপ্রিল) সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়।

 

জানা যায়, গত ১৫ এপ্রিল রান্না করতে গিয়ে গ্যাসের চুলার আগুনেকাকলী অগ্নিদগ্ধ হন। ১২ দিন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।  

স্থানীয়রা জানায়, বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নিউমার্কেটে অবস্থিত লাবনী স্টোরের মালিক অলোক রায়ের স্ত্রী কাকলী সাহা গত ১৫ এপ্রিল বাড়িতে গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুন ওই গৃহবধূর অসতর্কতায় তার কাপড়ে ধরে যায়। এতে তার শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন লাইফ সাপোর্ট থাকার পর বুধবার (২৭ এপ্রিল) সকালে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।