ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ কোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত  গভীর রাতে টেকনাফ থানা পুলিশ এ অভিযান চালায়।

আটকরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলম (২৪) ও একই ইউনিয়নের কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তছলিমা আক্তার (২৪)।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নূরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আলমের শশুর মনির আহমদের বসত-বাড়ি থেকে  এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও তিনজন মাদক কারবারী পালিয়ে যান।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।