ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনে গাঁজা-ফেনসিডিল পাচার করছিলেন তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
ট্রেনে গাঁজা-ফেনসিডিল পাচার করছিলেন তারা

ঢাকা: তেজগাঁও রেলস্টেশনে একটি মালবাহী ট্রেন থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা ও ৩৯ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

বুধবার (২৭ এপ্রিল) ভোরে ওই রেলস্টেশনের ৫নং তেজগাঁও বিসি মালবাহী ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. শামিম (২৫) ও মো. রানা মাতাব্বর (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো. (দক্ষিণ) অঞ্চলের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএনসির সদস্যরা বুধবার ভোরে ঢাকার তেজগাঁও রেলস্টেশনে ৫নং তেজগাঁও বিসি মালবাহী ট্রেন থেকে মাদক পাচারকালে তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।