ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভিড় কমেছে কাউন্টারে, বেড়েছে প্লাটফর্মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
ভিড় কমেছে কাউন্টারে, বেড়েছে প্লাটফর্মে

ঢাকা: গত কয়েক দিনের তুলনায় বুধবার (২৭ এপ্রিল) সকালে রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকিট প্রত্যাশীদের উপস্থিতি কম। তবে ভিড় বেড়েছে প্লাটফর্মে।

নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীর মানুষ।

বুধবার সকালে রাজধানীর কমলাপুরসহ কয়েকটি রেলস্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র। গত কয়েক দিনের তুলনায় কাউন্টারগুলোতে লোকজনের সংখ্যা ছিল বেশ কম। ঘরমুখো মানুষের বাড়ি ফেরার আগে দেখা গেছে পুলিশ স্টেশন জুড়ে।

প্ল্যাটফর্ম ঘুরে দেখা যায় নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। এদিন ভোর থেকেই রেলপথে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এবার ঈদ যাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনেই আসন থাকবে ২৭ হাজারের বেশি।

বুধবার ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের মাধ্যমে ঈদ যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা শিডিউল বিপর্যয়ে পড়ে। এ কারণে পরের ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ৬টা ২০ মিনিটে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়।

কথা হয় হাফিজুর রহমান নামে এক যাত্রীর সঙ্গে। তিনি জানান, সিলেট যাবেন। এবারের ঈদ যাত্রায় সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল টিকিট প্রাপ্তি। গত ২৩ এপ্রিল টিকিট হাতে পাওয়ার পরই ঘরে ফেরার বাড়তি আনন্দ যোগ হয়। অনেক কষ্টে টিকিট কেটে আজ (বুধবার) বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দীপ্ত নামে  এক যাত্রী জানান, এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো দীর্ঘ ১২ ঘণ্টা অপেক্ষার পর টিকিট পাওয়া। স্টেশনেই কাউন্টারের সামনে সারারাত লাইনে অপেক্ষা, আড্ডা দিয়ে সময় পার করা। ক্যাম্পাসে (ঢাকা কলেজ) এখন ছুটি চলছে। তাই বাড়িতে বেশ কিছুদিন কাটিয়ে তারপর ক্যাম্পাসমুখী হব। মাত্রই ক্যাম্পাসে একটা ঝামেলা শেষ হলো, তাই পরিস্থিতি বুঝে পরে ফিরে আসবো।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে  বুধবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে পঞ্চম দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দেওয়া হচ্ছে ১ মের ঈদ অগ্রিম টিকিট। এজন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশীরা। যাদের একটা বড় অংশই স্টেশন এলাকাতেই সেরেছেন ইফতার ও সেহরি। অনেক নারীও এসেছেন সেহরির আগে। তাদেরও লক্ষ্য একই দিনের টিকিট প্রাপ্তি।

এছাড়া আগামী ৩ মে ঈদ হলে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিক্রি হবে ২ মের টিকিট। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রোববার (২৪ এপ্রিল) দেওয়া হয় ২৮ এপ্রিলের টিকিট, এরপর সোম ও মঙ্গলবার দেওয়া হয় যথাক্রমে ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিলের টিকিট। আর বুধবার দেওয়া হচ্ছে ১ মের টিকিট।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০২২
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।