ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাস্তায় ধান শুকানোর সময় অটোরিকশার ধাক্কায় নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
রাস্তায় ধান শুকানোর সময় অটোরিকশার ধাক্কায় নারী নিহত  ফাইল ছবি

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় রাস্তায় ধান শুকানোর সময় দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় নার্গিস বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সিংড়া-বারুহাস সড়কের ডাহিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নার্গিস বেগম ডাহিয়া গ্রামের হাবিলের স্ত্রী।  

সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুবেল হোসাইন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের রাস্তায় বোরো ধান শুকাচ্ছিলেন নার্গিস। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।  
এ অবস্থায় নার্গিসকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর ই আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, দুর্ঘটনার কথা শুনেছেন, তবে এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।