ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেন্টমার্টিনে ধরা পড়ল সাড়ে ৩ মণের কোরাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
সেন্টমার্টিনে ধরা পড়ল সাড়ে ৩ মণের কোরাল

কক্সবাজার: টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের সামুদ্রিক কোরাল মাছ। স্থানীয়ভাবে এটি ভোল কোরাল নামে পরিচিত।

মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকায়।

শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় রশিদ মাঝি নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হাবিব খাঁন বাংলানিউজকে বলেন, শনিবার ভোরে সৈকতের দিকে গেলে চোখে পড়ে বিশাল আকৃতির ভোল কোরাল মাছটি। মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে যায়।

তিনি আরও বলেন, বালু চরেই মো. ইসমাইল নামের এক ব্যবসায়ী ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। এরপর তার কাছ থেকে ২০ হাজার টাকা বেশি দিয়ে আরেক ব্যবসায়ী মাছটি কিনে টেকনাফে নিয়ে যান।

রশিদ মাঝির আশেপাশে এ রকম আরও চার-পাঁচটি টানা জাল থাকলে মাছ না পড়ায় অনেকে জাল গুটিয়ে নিয়েছেন। কিন্তু রশিদ মাঝির জালে একের পর এক এ রকম মাছ পড়ছে। এমনকি গত বছরও একই স্থানে, একই জালে এক সঙ্গে ছয়- সাত লাখ টাকার মাছ পড়েছে বলে জানান হাবিব খাঁন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।