ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশ, মধুপুরে ২ সেমাই কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
অস্বাস্থ্যকর পরিবেশ, মধুপুরে ২ সেমাই কারখানাকে জরিমানা

টাঙ্গাইল: নকল মোড়ক ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই, চিপস, চানাচুর তৈরি করার দায়ে টাঙ্গাইলের মধুপুরে দুই কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের আকালিয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন- শাহাদৎ হোসেন ও আফরোজা সুলতানা।  

ইউএনও শামীমা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করে জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও নকল মোড়কে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক বুজরত আলীর ছেলে শাহাদৎ হোসেন ফকিরকে ৫০ হাজার টাকা ও একই গ্রামে আরেক কারখানার মালিক আফরোজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারাখানাটি থেকে অস্বাস্থ্যকর নকল সেমাই, চিপস ও চানাচুর জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।