ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপড়ের রং দিয়ে জিলাপি তৈরি, জরিমানা ৫০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
কাপড়ের রং দিয়ে জিলাপি তৈরি, জরিমানা ৫০ হাজার ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির জন্য দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জিলাপিকে আকর্ষণীয় করতে কাপড়ের রং ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় বন্ধু সুইটমিট অ্যান্ড হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।