ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিউমার্কেটের সংঘর্ষ: দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
নিউমার্কেটের সংঘর্ষ: দুই শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন ঢামেকে

ঢাকা: রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের টিয়ার শেল ও গুলিতে ঢাকা কলেজের মো. মোশাররফ হাজারী (২৪) ও রজব ইসলাম (২৬) দুই শিক্ষার্থী আহত হয়েছেন।  

মঙ্গলবার (১৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।


তিনি জানান, সোমবার নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাত আড়াইটার দিকে আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজের দুই শিক্ষার্থী পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হয়ে হাসপাতালে আসেন। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে একজন চলে যান ওপর জনকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।