ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুদিন পর ফসলি জমিতে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
দুদিন পর ফসলি জমিতে মিলল শিশুর মরদেহ

কুমিল্লা: কুমিল্লায় নিখোঁজ হওয়ার দুদিন পর ফসলি জমি থেকে বাপ্পী (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের তারাপুর গ্রামের দিনমজুর রাসেল মিয়ার ছেলে।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ এপ্রিল) রাত ৯টায় নিহত শিশুর মা রুমা আক্তারের ২য় স্বামী রুবেল হোসেন ওরফে সেলিম তার শ্বশুর জালাল মিয়াকে ফসলি জমিতে বাপ্পীর মরদেহ দেখিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাটি জালাল মিয়া পুলিশকে জানায়।

স্থানীয় প্রতিবেশী আনিছুর হক জানান, শুক্রবার বাপ্পী বাসা থেকে হারিয়ে যায়। তারপর এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে শিশু বাপ্পীর সৎ বাবা রুবেল হোসেন জড়িত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।