ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দেপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১৭ এপ্রিল) সকালে তাদের গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসা শেষে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে তাদের আটক করে এলাকাবাসী।

আটক দুজন হলেন- সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম ও একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন।

পুলিশ জানায়, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিনগত রাত ৩টার দিকে আট থেকে ১০ জন ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চারদিক থেকে ঘিরে দুই ডাকাত সদস্যকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যান। আটক দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ডাকাত দলের দুই সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।