ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূরুঙ্গামারীতে নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ভূরুঙ্গামারীতে নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ

কুড়িগ্রাম: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলকে দেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী কালজানী নদীতে লাফ দিয়ে নাজমুল হোসেন নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে  সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ যুবক নাজমুল ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে।

নিখোঁজ নাজমুলের ভাই নাছির আলী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাতে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার নাজমুলসহ তিনজন ভারতীয় সীমান্ত লাগোয়া কালজানী নদীর পাড়ে বসেছিলেন। এ সময় বিজিবির একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালিয়ে যান এবং নাজমুল ও অপর একজন নদীতে লাফ দেন। নদীতে লাফ দেওয়া একজন তীরে উঠতে পারলেও নাজমুলের খোঁজ মেলেনি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজাহার আলী বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাজমুলের খোঁজ মেলেনি।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।