ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
নীলফামারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে পানিতে পড়ে মাহিন হোসেন (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের পশ্চিম বন্দরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মাহিন ওই গ্রামের আমির হোসেনের ছেলে। আমির ঢাকায় রিকশা চালান। মাহিন মায়ের সঙ্গে বাড়িতে থাকতো।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বাংলানিউজক এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, দুপুরের দিকে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের পাশের পুকুরের পড়ে ডুবে যায় মাহিন। পরে শিশুটিকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। একপর্যায়ে পুকুরে পানিতে নিথরাবস্থায় ভাসমান মাহিনকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।