ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বৈশাখের আমেজ নেই তবুও ‘দামের রাজা’ ইলিশ

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
বৈশাখের আমেজ নেই তবুও ‘দামের রাজা’ ইলিশ

খুলনা: পহেলা বৈশাখের আমেজ নেই। কিন্তু খুলনার বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া।

মাছের রাজা ইলিশ ক্রমশই যেন ‘দামের রাজা’ হয়ে উঠেছে।

এবার ইলিশের দাম কেন বেশি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, অনেক নদ-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এবার যেসব নদীতে মাছ ধরার অনুমতি আছে সেসব জায়গায় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম।

এদিকে ইলিশের জোগান কম থাকায় প্রভাব পড়েছে খুলনার বাজারে। গেল বছর এই সময়ে ইলিশের দাম কম থাকলেও এবার দাম অনেকের নাগালের বাইরে।

অন্যান্য বছর এই সময়ে বৈশাখ উপলক্ষে খুলনার বাজারগুলোতে ইলিশ মাছ কেনার হিড়িক পড়ে যেত। বাজারে মাছও থাকতো প্রচুর। সেখানে এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। বৈশাখ উপলক্ষে বাজারে ইলিশ উঠেনি তেমন। যা উঠেছে তার দাম বেশি। বেশি দামেও কিনছেন কেউ কেউ। অনেকে আবার দাম শুনেই বেজার হয়ে ফিরে যাচ্ছেন।

ছবি: বাংলানিউজ

বিক্রেতারা বলছেন, প্রতি বছর স্বাভাবিক অবস্থায় পহেলা বৈশাখের যে আয়োজন চলে এবার তা নেই। ঘরে ঘরে পান্তা-ইলিশের আয়োজনও রমজানের কারণে হচ্ছে না। মূলত বাজারে সরবরাহ কম থাকায় ইলিশের দামে আগুন।

সন্ধ্যা বাজারের খুচরা মাছ বিক্রেতা ইমদাদুল হক বাংলানিউজকে বলেন, বাজারে তো ইলিশ মাছই নেই। যার কারণে দাম বেশি। এছাড়া পহেলা বৈশাখেরও  কোনো প্রভাব নেই।

মোসলেহ উদ্দিন নামের এক ক্রেতা বলেন, বাজারে ইলিশের দেখা মিলছে না। যা দেখা যাচ্ছে তার দাম অনেক বেশি। ফলে সাধারণ ক্রেতারা ইলিশ কিনতে পারছে না।

কেসিসি রূপসা পাইকারি মৎস্য আড়তের মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের পরিচালক মো. আবু মুছা বাংলানিউজকে বলেন, এবার ইলিশের দাম আকাশছোঁয়া। চাহিদার তুলনায় নদীতে মাছ কম। গতবার মাছ ফ্রিজিং করে রাখায় অনেকের ক্ষতি হয়েছে। সব মাছ বিক্রি করতে পারেনি। ফলে এবার কেউ মাছ ফ্রিজিং করে রাখেনি। সবমিলিয়ে বাজারে মাছ খুবই কম।

প্রসঙ্গত, বাজারে এবার ১ কেজি ২শ’ গ্রাম ওজনের ইলিশের কেজি দুই হাজার টাকা, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকা এবং ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০-১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এমআরএম/এনএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।