ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিদ্যালয়ের গেটে মার্কেট নির্মাণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
বিদ্যালয়ের গেটে মার্কেট নির্মাণের অভিযোগ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুইটি বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে মার্কেট নির্মাণের কারণে বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষক ও শিক্ষার্থীরা।  

রোববার (১০ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের গেট খুলে দিতে মানববন্ধন করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

 

রাস্তা বন্ধ করা স্কুল দুটো হলো-উপজেলার বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়, চর বৈরাতী এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, তিস্তা নদীর চরাঞ্চল চর বৈরাতি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই গড়ে ওঠে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয় এবং চর বৈরাতী এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরাঞ্চলের অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বেশ ভূমিকা রাখছে এ দুই শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে ওঠে চর বৈরাতী হাজিরহাট ঈদগাহ মাঠ ও হাজিরহাট বাজার।

প্রতিষ্ঠাকালিন থেকে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি খাস জমির ওপর তৈরিকৃত রাস্তা পার হয়ে বিদ্যালয়ে প্রবেশ করত। গত বছর স্থানীয় একটি প্রভাবশালী চক্র সেই খস জমি দখল করতে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে মার্কেট নির্মাণের চেষ্টা করেন। খবর পেয়ে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) ঘটনাস্থলে গেলে দখলকারীরা পালিয়ে যায়। অবমুক্ত হয় বিদ্যালয়ের প্রধান ফটক।

একই চক্রের মূল হোতা স্থানীয় দুলাল মিয়া ও মুসা মিয়া শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ পেয়ে পুনরায় বিদ্যালয় ফটকে মার্কেট নির্মাণ শুরু করেন। রোববার (১০ এপ্রিল) শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় এসে প্রধান ফটক বন্ধ পেয়ে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন। তবে রাস্তা বন্ধ থাকায় রোববার ক্লাস করতে পারেনি দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা বলেন, বিদ্যালয়ের প্রধান ফটকে নির্মাণ করা হচ্ছে পাকা মার্কেট। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারছে না। বিদ্যালয়ের প্রধান ফটকটি সরকারি খাস জমি। যা দীর্ঘদিন ধরে দুই বিদ্যালয় ও ঈদগা মাঠ ব্যবহার করছে। বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।