ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিষপানে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
বিষপানে কৃষকের মৃত্যু

বরগুনা: বরগুনার পাথরঘাটায় বিষপানে লাল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৪ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি জানান, সোমবার ভোরে উপজেলার কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত লাল মিয়া একই এলাকার মৃত ইসমাইল ঘরামির ছেলে।

স্বজনরা জানান, নদীতে মাছ ধরাতে যাওয়ার সময় স্থানীয় এক জেলে লাল মিয়াকে বাড়ির পাশে বিলের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরিবারের ধারনা লালমিয়া বিষপান করেছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।