ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
সিরাজগঞ্জে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ: মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে সাত প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ শহরের বড় বাজার ও খেদন সর্দার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, বড় বাজার ও খেদন সর্দার মোড় এলাকায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখায় ওয়াজেদ ফল ভাণ্ডারকে দুই হাজার, ইমরান স্টোর এক হাজার, মাংসের ঘরকে দুই হাজার, সিরাজগঞ্জ আয়রণকে পাঁচ হাজার, সোহান আয়রণ অ্যান্ড স্টিল হাউসকে পাঁচ হাজার এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উদপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে শমরেশ ট্রেডার্সকে সাত হাজার ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে হাসিখুশি খেজুর বাজারকে দুই হাজারসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।