ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে নজরখালী বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরে ফসল ডুবে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন।  

রোববার (৩ এপ্রিল) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বাঁধ ভেঙে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়া বিষয়ে বাঁধ নির্মাণ ও তদারকিতে থাকা সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।

সরকার জেলার হাওরের বোরো ফসলের সুরক্ষায় ১২০ কোটি টাকা বরাদ্দ দিলেও অনিয়ম দুর্নীতির কারণে সময় মতো বাঁধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় জেলার শতাধিক হাওরের বোরো ফসল অরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন বক্তারা। বাঁধ ভেঙে ফসল ডুবির দায় সংশ্লিষ্টদের নেয়ার কথা জানিয়ে কৃষকদের সঙ্গে নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন ডাক দেয়ার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।

সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা।  

আরও বক্তব্য দেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, সদস্য বিকাশ রঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী নুর, যুগ্ম সম্পাদক ফজলুল করিম সাইদ, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক শহীদনুর আহমদ, সংগঠক আব্দুল বাসির প্রমুখ।

উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানির চাপে শনিবার (০২ এপ্রিল) সকালে জেলার তাহিরপুর উপজেলা নজরখালি বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওর সহ সংশ্লিষ্ট কয়েকটি ছোট বড় হাওরের ৪ হাজার হেক্টর জমি তলিয়ে যায়। এছাড়াও জেলার মাটিয়ান, শনির হাওরসহ কয়েকটি বাঁধ ঝুঁকিতে রয়েছে। বাঁধ নির্মাণ কাজের সময়সীমা দেড় মাস পার হয়ে গেলেও এখনো কিছু কিছু বাঁধে কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।