ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৫ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এ শ্লোগানে সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মো. রইচ উদ্দিন।

মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম ।  
 
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ সবাইকে মনে প্রাণে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা, উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের ২য় অধিবেশনে মনোনয়নের মাধ্যমে মো. হাসানকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।