ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ কোনো সমাধান নয়: ইইউ বিশেষ দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ কোনো সমাধান নয়: ইইউ বিশেষ দূত

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেন্টিন ইউক্রেন পরিস্থিতি নিয়ে বলেছেন, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা কেউই যুদ্ধ চাই না।

যে কোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করছি। শুক্রবার ( ১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন বিশেষ দূত গ্যাব্রিয়েল ভিসেন্টিন ।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের মতো কেন কঠোর পদক্ষেপ নিচ্ছে না এমন এক প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক বিশেষ দূত বলেন, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা কেউই যুদ্ধ পরিস্থিতি চাই না। যুদ্ধের ফলে ইউক্রেনে মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বাড়ছে। সাধারণ জনগণ ফলাফল ভোগ করছে।

তিনি বলেন, জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশ ভোট দিয়েছে। সে কারণে আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই। বিশেষ দূত বলেন, আমরা এই যুদ্ধের সমাপ্তি চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২২
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।