ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুর রেল স্টেশন থেকে ২ টিকেট কালোবাজারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
দিনাজপুর রেল স্টেশন থেকে ২ টিকেট কালোবাজারি আটক

দিনাজপুর: দিনাজপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কুলি সর্দারসহ ২ টিকেট কালোবাজারি চক্রের সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

 

আটক দুই জন হলেন- জেলার বিরল উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানা এলাকার আব্দুস সামাদের ছেলে রুস্তম আলী (৪৫) ও দিনাজপুর শহরের সুইহারী মির্জাপুর এলাকার মামুনুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৫০)। আটক ফারুক দিনাজপুর রেলওয়ে স্টেশনর কুলি সর্দার হিসেবে কর্মরত রয়েছেন।  

অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল কবির পলাশ। এ সময় তাদের কাছ থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা ২টি টিকেট ও ১ হাজার টাকা জব্দ করা হয়েছে।  

দুদকের উপ-পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর রেলওয়ে  স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই জন দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারি কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।