ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাথায় গুলি করে এক ব্যক্তির ‘আত্মহত্যা’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
মাথায় গুলি করে এক ব্যক্তির ‘আত্মহত্যা’ 

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলায় নিজ বন্দুক দিয়ে মাথায় গুলি করে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা। তিনি উপজেলার চেরাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম জানান, চেরাডাঙ্গা গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন ইয়াকুব আলী। বিত্তশালী হওয়ায় নিরাপত্তার জন্য লাইসেন্স করা একটি বন্দুক ছিল তার। বুধবার দুপুরের দিকে পরিবারের সবার অজান্তে বাড়ির ছাদে গিয়ে নিজের মাথায় ওই বন্দুক দিয়ে গুলি চালান ইয়াকুব। তার স্ত্রী মর্জিনা গুলির শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন ইয়াকুব মারা গেছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। বন্দুকটি জব্দ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।  

পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে বলেও জানান ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বেশ কিছুদিন ধরে তিন ভাইয়ের সঙ্গে ইয়াকুবের ঝামেলা চলছিল।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।