ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্‌জীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
সন্‌জীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

ঢাকা: প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ড. সন্‌জীদা খাতুনকে তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষে হাইকমিশনার এ পুরস্কার হস্তান্তর করেন।

 

মঙ্গলবার (২৯ মার্চ) ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

ড. সন্‌জীদা খাতুন স্বাস্থ্য-সংক্রান্ত কারণে গত ২১ নভেম্বর ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অংশ নিতে পারেননি।

ড. সন্‌জীদা খাতুন একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬০ সালের শুরুর দিকে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত প্রতিষ্ঠান ছায়ানটেরও অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর তত্ত্বাবধানে ছায়ানট এখন একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান, যা শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য প্রসারে কাজ করছে।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ড. সন্‌জীদা খাতুনকে স্মারক দিয়ে অভিনন্দন জানান, যা মৈত্রী দিবসে ২০২০ ও ২০২১ সালের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।