ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরিবেশ দূষণকারী ১৮ কেমিক্যাল নিষিদ্ধ হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
পরিবেশ দূষণকারী ১৮ কেমিক্যাল নিষিদ্ধ হচ্ছে ফাইল ছবি

ঢাকা: পরিবেশ দূষণকারী ও বিষাক্ত ১৮টি কেমিক্যাল পৃথিবীর সব জায়গা থেকে নিষিদ্ধ করতে পিওপিএস অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্টকহোম কনভেনশন অন প্রিসিসটেন্ট অর্গানিক পলিউশনের (পিওপিএস) আওতায় ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত কনফারেন্স অব দ্য পার্টিজ মেয়াদে গৃহীত ১৮টি পিওপিএস অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পরিবেশ দূষণকারী ও বিষাক্ত ১৮টি কেমিক্যাল চিহ্নিত করে বলা হয়েছে, পৃথিবীর সব জায়গা থেকে নিষিদ্ধ করে দিতে হবে। বাংলাদেশও এটিকে সমর্থন করতে চাচ্ছে। এসব রাসায়নিক নিষিদ্ধ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করেছে। বাংলাদেশে এসব কেমিক্যালের ব্যবহারও হয় না।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।