ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদ অধিবেশনে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। সোমবার (২৮ মার্চ) অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়া ইউক্রেনে নিহত বাংলাদেশি জাহাজের নাবিক হাদিসুর রহমানের নামেও শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবে সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজীর মৃত্যুতে শোক জানানো হয়। এছাড়া গত অধিবেশনের পর থেকে দেশ বরেণ্য যেসব ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়। এ প্রস্তাবে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদসহ প্রয়াতদের প্রতি শোক জানানো হয়।

এরপর এ শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শোক প্রস্তাব গ্রহণের পর প্রয়াতদের আত্মর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।