ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মকছেদ আলীর ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
গাংনী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মকছেদ আলীর ইন্তেকাল মকছেদ আলী

মেহেরপুর: গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকছেদ আলী (৫০) স্ট্রোক করে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৫ মার্চ) ভোরের দিকে তিনি মারা যান।

মকছেদ আলী গাংনী র‌্যাব ক্যাম্পপাড়া এলাকার বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।  

তার স্ত্রী বিলকিস পারভীন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) কয়েকজন বন্ধুর সঙ্গে ফরিদপুর ও রাজবাড়ীসহ কয়েকটি স্থানে ঘুরতে যান মকছেদ আলী। সেখান থেকে ফেরার পথে ফরিদপুরের মধ্যে স্ট্রোক করেন মকছেদ। পরে সেখান থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জানা গেছে, মকছেদ আলী দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে গত বছর গাংনী পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন।

শুক্রবার দুপুরের দিকে তার জানাজা শেষে গাংনী কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।