ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুড়ি নিয়ে প্রতারণা, ৪০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
মুড়ি নিয়ে প্রতারণা, ৪০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা: রমজানে ইফতারের জন্য অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করা ও মেশিনে ভাজা মুড়িকে হাতে ভাজা মুড়ি বলে বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা কুমিল্লার নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।

 

এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম বলেন, নিম্নমানের অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করায় মেসার্স বেঙ্গল ফুডকে ২০ হাজার টাকা জরিমানা হয় এবং ৫ বস্তা লবণ ধ্বংস করা হয়। এছাড়াও মেশিনে ভাজা মুড়ি প্যাকেটকরণের সময় ‘হাতে ভাজা মুড়ি’ হিসেবে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্যাকেটজাত করায় মেসার্স তানভীর ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা প্রতিনিয়ত তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।