ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শনে যাচ্ছেন ৪৫ কূটনীতিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শনে যাচ্ছেন ৪৫ কূটনীতিক

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শনে যাচ্ছেন ৪৫ জন কূটনীতিক।

বৃহস্পতিবার (২৪ মার্চ) তারা টুঙ্গিপাড়ার পথে রওনা দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে ঢাকার ৪৫ জন বিদেশি কূটনীতিক টুঙ্গিপাড়ার পথে রওয়ানা দিয়েছেন।

টুঙ্গিপাড়া যাওয়ার পথে ফেরি থেকেই কূটনীতিকরা পদ্মা সেতু পরিদর্শন করেন। তারা টুঙ্গিপাড়া গিয়ে মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করবেন। একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন।

স্বাধীনতা দিবস সামনে রেখেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ৪৫ জন কূটনীতিক টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি পরিদর্শনে যাচ্ছেন। একই দিনে কূটনীতিকরা ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।