ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

রায়পুরায় আড়িয়াল খাঁ নদে বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
রায়পুরায় আড়িয়াল খাঁ নদে বৃদ্ধের মরদেহ

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে নদের পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহটি ভাসমান দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রায়পুরা থানার  উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বলেন, ধারণা করা হচ্ছে, লোকটি মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মারা গেছেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া লোকটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।