ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিসিবির বরাদ্দ বৃদ্ধি ও বিভাগ ভিত্তিক মজুতের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
টিসিবির বরাদ্দ বৃদ্ধি ও বিভাগ ভিত্তিক মজুতের সুপারিশ

ঢাকা: টিসিবির বরাদ্দ বৃদ্ধি ও বিভাগ ভিত্তিক নিজস্ব গোডাউন নির্মাণ করে চাল, ডাল, আটা, চিনি, ভোজ্যতেলের আপদকালীন মজুতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি ৷

বুধবার (২৩ মার্চ) জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷

কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং মুহিবুর রহমান মানিক  অংশ নেন।

বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আপদকালীন মজুত সক্ষমতা এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে গৃহীত পদক্ষেপ, নিম্ন আয়ের মানুষের চাহিদা মেটাতে খোলা বাজারে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ, বিপনন ও বিতরণ কার্যক্রম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের দায়িত্ব ও কার্যাবলী, বাজার তদারকি, ভোক্তা স্বার্থ সংরক্ষণ, ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি এবং জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত কার্যক্রম, কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ে ভোক্তা অধিকার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে টিসিবির বরাদ্দ বৃদ্ধি এবং বিভাগ ওয়ারী টিসিবির গোডাউন তৈরি করে পঁচনশীল পণ্য ছাড়া চাল, ডাল, আটা, চিনি, ভোজ্যতেল ইত্যাদি আপদকালীন সময়ের জন্য মজুত রাখার ব্যবস্থা গ্রহণে কমিটি সুপারিশ করে।

বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণে পণ্যের মান যাচাই যাচাইয়ের লক্ষ্যে আধুনিক টেস্টিং ল্যাব স্থাপন, নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যরোধ এবং চিকিৎসক কর্তৃক মেডিক্যাল টেস্টের কমিশন বাণিজ্য বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্পের কার্য সমাপ্তকরণ, ই-কমার্সকে অর্ন্তভুক্ত করে জাতীয় ভোক্তা অধিকার আইন যুগোপযোগীকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের হট লাইনটির প্রচার-প্রচারণা বাড়ানোর  জন্য সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইএমইডির অতিরিক্ত সচিব, টিসিবির চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্যিক অডিট অধিদপ্তরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসকে /এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।