ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপ ধরার পর জানতে পারলেন সেটি রাসেল ভাইপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
সাপ ধরার পর জানতে পারলেন সেটি রাসেল ভাইপার উদ্ধারকৃত সাপটি

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) উপজেলার বাংলাবাজার ঘাটের মুদি দোকানি লিটন মিয়ার দোকান ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার বাংলাবাজার ঘাটের মুদি দোকানি অনন্যা স্টোরের মালিক লিটন মিয়া তার দোকানের ভেতর ফ্রিজের পাশে সাপটি দেখতে পান। প্রথমে অজগর সাপের বাচ্চা ভেবে পাশের দোকানিকে ডেকে সাপটি ধরার চেষ্টা করেন। সাপটি শারিরিকভাবে কিছুটা দুর্বল থাকায় তারা দু'জন মিলে কৌশলে সেটি ধরে একটি প্লাস্টিকের জারে আটকে ফেলেন।  পরে তারা জানতে পারেন সাপটির নাম রাসেল ভাইপার।

মুদি দোকানি লিটন মিয়া বলেন, প্রায় ৬ মাস আগে অল্প সময়ের জন্য সাপটিকে একবার দোকানের ভেতরে দেখেছিলাম। তারপর আর পাইনি। গত সোমবার আবারও সাপটিকে দোকানের ফ্রিজের পাশে দেখতে পাই। তখন পাশের দোকানের এক জনকে ডেকে এনে দুজনে মিলে সাপটিকে ধরে ফেলি। পরে গুগলে সার্চ দিয়ে জানতে পারি এটি বিষধর রাসেল ভাইপার সাপ।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে জানানো হয়েছে। সাপটি আমার কাছ থেকে তারা যত দ্রুত সম্ভব যেন নিয়ে যায়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, রাসেল ভাইপার সাপটির কথা জানতে পেরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।