ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বইমেলায় ১০২ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বইমেলায় ১০২ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: অমর একুশে বইমেলায় ১০২টি কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার কিছু পর বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে কৃত্রিম লেকের ধারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সংস্কৃতি সচিব অসিম কুমার দে, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা প্রমুখ।

আয়োজনে বিভিন্ন লেখক, প্রকাশক ও সংস্কৃতিজন অংশ নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।

কেক কাটা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে মনোমুগ্ধকর লেজার শো প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।